"অবৈধ বেটিং অ্যাপ মামলায় ইডির সমন পেলেন অঙ্কুশ হাজরা"
কলকাতার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে জড়িত থাকার অভিযোগে এবার আইনি জটিলতায় পড়লেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁকে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
তদন্ত সংক্রান্ত সূত্রে জানা গেছে, বেশ কিছু অবৈধ বেটিং অ্যাপ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই অ্যাপগুলোর প্রচারে একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রচারের বিনিময়ে বিপুল অর্থ লেনদেন হয়েছে এবং এর একটি অংশ হাওয়ালা চক্রের মাধ্যমে পাচার করা হয়েছে। সেই অর্থনৈতিক লেনদেন ও অর্থপাচার নিয়েই এখন তদন্ত চালাচ্ছে ইডি।
ইতিমধ্যেই কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো অঙ্কুশ হাজরার নাম। তবে এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো জরিমানা বা শাস্তির ঘোষণা হয়নি।
অভিনেতা অঙ্কুশ হাজরা বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।অবৈধ বেটিং অ্যাপ মামলায় ইডির
তথ্যসূত্র-হিন্দুস্তান টাইমস বাংলা।
www.somoyerprothomsangbad.com ইমেইল: samoyerprothomsongbad@gmail.com
ফোন- 09638147304 - মোবাইল: +৮৮ ০১৫১১-১২৯১০৩, বিজ্ঞাপনের জন্য কল করুনঃ +88 01618129103
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত