বাংলাদেশে একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টির বেশি সিম ব্যবহার করতে পারবেন না। আগে এই সীমা ছিল ১৫টি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি নতুন এ নির্দেশনা জারি করেছে।
বিটিআরসি জানায়, নিরাপত্তাজনিত কারণে ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সিম ব্যবহারের প্রবণতা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে ৬৭ লাখের বেশি অতিরিক্ত সিম সক্রিয় রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৫ আগস্ট ২০২৫ থেকে সর্বোচ্চ ১০টির বেশি সিম রাখা যাবে না। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে ১ আগস্ট থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিন মাস সময় দেওয়া হবে, যাতে তারা নিজেরা অতিরিক্ত সিম বাতিল করতে পারেন। এর পরে ধাপে ধাপে সব অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করা হবে।
অপারেটররা সংশ্লিষ্ট গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বিষয়টি জানাবে। পাশাপাশি *১৬০০১# ডায়াল করে একজন গ্রাহক নিজের নামে নিবন্ধিত সব সিমের তথ্য জানতে পারবেন।
বিটিআরসি আরও জানিয়েছে, ৩০ অক্টোবরের পরও যদি কোনো গ্রাহকের নামে অতিরিক্ত সিম থেকে যায়, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে প্রয়োজনে গ্রাহক পরে ওই সিম পুনরায় নিবন্ধন করে ব্যবহার করতে পারবেন।
www.somoyerprothomsangbad.com ইমেইল: samoyerprothomsongbad@gmail.com
ফোন- 09638147304 - মোবাইল: +৮৮ ০১৫১১-১২৯১০৩, বিজ্ঞাপনের জন্য কল করুনঃ +88 01618129103
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত