ঢাকাই সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি অভিনেত্রী শাবানা, প্রায় পাঁচ বছরের ব্যবধানে আবারও পা রাখলেন স্বদেশের মাটিতে। বর্তমানে তিনি অবস্থান করছেন রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজ বাসভবনে। তবে এই ফেরা একেবারেই নিঃশব্দ—চলচ্চিত্রপ্রেমী কিংবা মিডিয়ার চোখে পড়ার সুযোগ এখনও মেলেনি।
শাবানার সর্বশেষ বাংলাদেশে আসার সময় ছিল ২০২০ সালের জানুয়ারি মাসে। তখন তিনি জানিয়েছিলেন, উপযুক্ত পরিবেশ পেলে আবার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে চান। তার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিকও একই ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে নানা কারণে সেই প্রত্যাবর্তন ঘটেনি।
উল্লেখ্য, ষাটের দশকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি ‘নতুন সুর’ ছবিতে। নায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয় ‘চকোরী’ ছবিতে নাদিমের বিপরীতে। এরপর দীর্ঘ দুই দশক ধরে একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন শাবানা।
তবে জনপ্রিয়তার শিখরে থেকেও হঠাৎ করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পাড়ি জমান তিনি। দীর্ঘ সময় ধরে সেখানেই বসবাস করছেন স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের সঙ্গে। দেশে এলেও বেশিরভাগ সময় কাটছে তার নিজ বাড়ির চার দেয়ালের ভেতরেই। অনুরাগীদের প্রশ্ন, এই নীরব ফেরা কি নতুন কোনো ঘোষণার ইঙ্গিত? নাকি শুধুই স্বজনদের সঙ্গে কিছু সময় কাটানোর প্রয়াস?
সময়ই হয়তো দেবে উত্তর।